মা

ন মাস গর্ভে রেখে,
আমায় জন্ম দিয়েছো মা,
চোখ মেলে তাকিয়েছি,
তোমারই জন্য মা।।

রাতে আমি ঘুমাবো বলে,
রাত জেগেছো মা,
আমার খাওয়ার জন্য তোমার,
খেতে সময় হয়নি মা।।

কথা তোমায় শুনতে হতো,
আমার বদমাসিতে মা,
রাখতে তখন লুকিয়ে আমায়,
তোমার আঁচল তলে মা।।

বাড়ি ফিরেই বিনা কারণে,
খুঁজি তোমায় মা,
লাগলে আঘাত সবার আগে,
মুখে আসে মা।।

বাইরে গেলে চিন্তা করে,
এক মাত্র মা,
ভাবনা তখন ছিল আমার
তুমি বোকা মা।।

জানিনা কি আছে জাদু,
তোমার হাতে মা,
সবার থেকে ভালো খাবার,
তুমিই বানাও মা।।

সবার থেকে বড় পাওনা,
তোমার আদর মা,
এই জগতে কেউ না আপন,
শুধুই আপন মা।।

ঠাই দিয়োগো আমায় তুমি ,
তোমার চরণ তলে মা,
সারা জীবন থাকবো ঋণী,
তোমার কাছে মা।।

বলার আছে অনেক কথা,
অনেক লেখা জমা,
জগৎ সেরা মহিলা হলেন,
শুধুই আমার মা ।।