*Target/ লক্ষ্য*
ছয় মাসের ছোট্ট খোকা যেই না পাশ ফেরে,
ওই না সবাই বলতে থাকে এবার হামাগুড়ি টাও দেবে।।
সবাই দেখো হাততালি দেয়, যখন সে টলে মলে চলে,
সবার এবার শোনার আশা, বাবু ডাকবে মা মা বলে।।
কথা সবে ফুটলে মুখে, বলতে হবে অ আ।
স্কুল ভর্তির পরীক্ষাতে পারতেই হবে সবটা।।
ক্লাস টেস্টে আমার নাকি, প্রথম হওয়ার কথা,
মাধ্যমিকেও লেটার পাবো, সবার এটাই শেষ কথা।।
ইঞ্জিনিয়ার হবো আমি, স্বপ্ন আমার বাবার,
কেউ বোঝেনা কেমন চাপে,পড়ছি আমি এবার।।
অনেক চাপে অনেক কষ্টে, লক্ষ্য ভেদ হলো।
কোনো রকমে ডিপ্লোমাটার সার্টিফিকেট এলো।।
কপাল ক্রমে চাকরিটা ও, পেলাম আমি খাসা।
সবার মুখে ফুটলো হাসি, সবার পূরণ হলো আশা।।
এবার পালা আমার boss র, টার্গেট আছে তার,
সেই টার্গেট থেকেও বেশি, নাকি নিতে হবে আমার।।
দিন রাত এক করলাম, করলাম টার্গেট পূরণ।
এতেও নাকি সে খুশি না, কারণ বাজার এখন গরম।।
দিন রাতে তে খোটা দেয় সে,
আমার কাজে আছে ফাঁকি।
নানা রকম analysis ই ,টার্গেট করবে পুরোটাই।।
শুনতে হবে boss র কথা, প্রমোশন টা বাকি,
চাকরি আছে বাজারে অনেক,
নিয়ম সব জায়গাতে একই।।
নিজের লক্ষ্য নেইকো আমার,
সময় পাইনি ভাবার।
সবার টার্গেট পুরণেতেই,
বয়স শেষের দিকে এবার।।
ব্লাড পেশার ,সুগার হলো,
হলো নানান রকম ব্যাধি।
এবার হলাম আমি টার্গেট,
ডাক্তার আর ঔষধি।।