*লজ্জা*

এখনো আছে লজ্জা জীবনে আমার,
পারিনি বেহায়া হতে সময়ের সাথে,
পারিনি ঘোরাতে মুখ অসময়ে কারোর,
তাইতো আছে বন্ধু সঙ্গে আমার, সব বিপদের পথে।।

লজ্জা আমার আছে তাই,বাঁচিয়ে রাখি নিজের প্রতিপত্তি,
অহংকার করিনি কখনো ,বাধ্যতাই আমার সম্পত্তি।
লোকে করে মান্য ,যদি তাকে দেবো মান,
লজ্জা কিসের যদি তার ভাঙাই অভিমান।।

লজ্জা আমার আছে তাই ,যাইনি কোনো বিতর্কে,
অযথা পড়িনি কোনো অসামঞ্জস্যে, করিনি কোনো মনোমালিন্য,
আজ আছে তাই মাথা উঁচু আমার,
জালিয়াতির লাগেনি সঙ্গ একটু বাঁচার জন্য।।

লজ্জা আছে বলে দ্বন্দ্ব থেকে থাকি দূরে,
নাই কোনো লোভ নাই কোনো দম্ভ,
করিনা সমর্থন কোনো অনৈতিক কর্ম,
তাইতো থাকি সুখে নাই কোনো আতঙ্ক।।

লজ্জাতে যাক মাথা কাটা চাইনা সেটা কখনো,
করিনা এমন কাজ হোক মাথা নত,
লজ্জাতে লজ্জা কিসের, কেনো পাবো ভয়,
লজ্জাই জীবনকে  সঠিক পথ দেখায়।।