*লোকাল ট্রেনের হকার*

লোকাল ট্রেনের যাত্রীর রোজ সঙ্গী হলো হকার।
যা হোক করে আয় করাই এদের লক্ষ্য ,না থেকে বেকার।।
খুঁটিনাটি সবকিছুতেই পাওয়া যায় সেল,
আস্ত একটা চলন্ত বাজার ইন্ডিয়ান লোকাল রেল।।
হকার রা হয় গুণী মানুষ বাক্য বানে পটু,
কাব্য গানের কলা কুশলী ,দেখবেন মশাই শুধু।।
নিজদ্রব্য ভালোই বোঝে, বোঝে কিসে ক্রেতার টান,
পরিবেশনে পারদর্শী ভালোই বোঝায় মান।।
হকার হলো ভাষ্যকার ,রেলের সময় সূচি ঠোঁটে,
ঠিকই জানে কারণ কি ট্রেন চলছে এত লেটে।।
এদের আবার ইউনিয়ন আছে ,যায়না বলা কিছু।
উপদ্রব বেশি হলেই ডান্ডা পড়ে পিছু।।
ভীড় ট্রেনে চড়া এদের বা হাতের খেল,
হকার বিহীন চলেনা কোনো ভারতীয় রেল।।
রোজ যাত্রীর বন্ধু হকার, বারো মাস হয় দেখা,
অনেক কিছুই এদের থেকে যায় যে ভাই শেখা।।
বিরক্তি নয় বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও হাতে,
ভিক্ষা নয় হকার ব্যাবসা করে সম্মানের সাথে।।