*করবো শুরু নতুন জীবন*
আমি আবার থেকে করবো শুরু,
নতুন জীবন আমার,
মুছবো ফেলে মনের স্মৃতি,
অতীত জীবন টার।।
ব্যর্থতার সঙ্গ ভুলে,
নতুন আশা নিয়ে,
সফলতার চড়বো সিঁড়ি,
চলবো নিজের পথে।।
দুঃখ কষ্ট যা ছিলো আমার ,
রাখবো না আর মনে,
সুখের স্মৃতি সঙ্গে আমার,
থাকবে মনের কোণে।।
প্রতারিত হয়েছি যত,
চিনেছি তত মানুষ,
রাখবোনা আর সম্পর্ক কোনো,
যতই বন্ধু থাকুক।।
নতুন সকাল নতুন আলো,
নতুন প্রত্যাশা,
করবো শুরু নতুন জীবন,
নিয়ে নতুন আশা।।