*খোকা শিখেছে*
এইতো আমার ছোট্ট খোকা,
দাঁড়াতে শিখেছে,
হাটি হাটি পা পা করে ,
হাটতে শিখেছে।।
মা মা করে খোকা আমার ,
ডাকতে শিখেছে,
এক এক করে দাঁত গুলো সব,
কামড় শিখেছে।।
এবার খোকা অ আ ক খ,
পড়তে শিখেছে,
স্কুলেতে খোকা একাই এখন,
থাকতে শিখেছে।।
নিজের হাতে খোকা আমার,
খেতে শিখেছে,
একা একাই রাস্তায় খোকা ,
চলতে শিখেছে।।
খোকা এখন খোকা নয়,
অনেক বড় ছেলে,
মুখে মুখে তর্ক ভালোই,
করতে শিখেছে।।
ভালো মন্দর বিচার এখন,
করছে সে নিজেই,
বিয়ে খানাও করলো নিজে,
নিজের পছন্দেই।।
ছেলে এখন বউ ভক্ত,
মা বাবা সব পর,
ওঠা বসা ছেলের এখন,
বউএর কথার উপর।।
গুনগান তার বউএর ও খুব,
করতে শিখেছে,
মুখ বুজে সব সহ্য করার,
কৌশল শিখেছে।।
ছেলে এখন বুদ্ধিমান আর,
সংসারী হয়েছে,
সেই ছোট্ট খোকা এখন,
অনেক বড় হয়েছে।।