*খেলার সময়*
এখন আমি অনেক ছোটো,
ক্লাস সেভেনে পড়ি,
মা বলেন ,আমি নাকি দিচ্ছি ফাঁকি,
সারাক্ষণই খেলি।।
খেলার সাথী নেই যে আমার,
থাকে বাড়ির আশে পাশে,
খেলবো মায়ের মোবাইলে,
তাতেও নজর মায়ের আছে।
শনি রবি পাই ছুটি,
তাও রক্ষে কই,
নাচের ক্লাস , গানের ক্লাস,
আর থাকে ড্রইং বই।।
আমি আবার একটু খানি,
ঘুরতে ভালোবাসি,
বাবার কাছে সময় কোথায়,
সব সময় busy।।
তাও মা বলেন আমায়,
দিচ্ছি নাকি ফাঁকি,
পড়াশুনা ছেড়ে আমি,
সারাক্ষণই খেলি।।
সকাল থেকে বিকাল,
আমার স্কুল ই হলো জীবন,
Homework জমা আছে অনেক,
খেলবো আমি কখন?
একটু খানি দেখবো টিভি,
আপত্তি মায়ের অনেক,
খাওয়ার সময় পাই যে সুযোগ,
তাতেই খুশি অনেক।
সন্ধে হতেই ঘুম এসে যায়,
ক্লান্ত থাকি বেশ,
খেলবো বলো কখন আমি ?
দিন হয়ে যায় শেষ।।
লেখাপড়ার এতই চাপ,
তাইতো মাকে ভাবায়,
হতে হবে অনেক বড়,
কোথায় খেলার সময়।।