*কেনো পড়ে মনে*

চলে যাওয়া দিনগুলি আবার কেন পড়ে মনে,
বিষাদের সুর কেনো বেজে ওঠে মনে বারে বারে।
যত চাই যেতে ভুলে, ভেসে ওঠে মনে তত,
কেনো আজ পড়ে মনে আঘাতের দিন গুলো।

হৃদয় মোছেনি উপহাস আমার,
রয়ে গেছে উপেক্ষা আর বিরহের বেদনা,
সুক্ত পাতার মতো লেগে আছি ডালে,
বাজে কানে সর্বদা পাওয়া সব ভর্ৎসনা।

যে গানে ছিলো সুর, আজ কেনো এত বেসুরো,
ঝড়ে যাওয়া পাতা কেন পড়ে থাকে গাছেরই পদতলে,
জল কেনো আসে ফিরে মাটির বুকে বৃষ্টি হয়ে,
হাওয়া আসে বুকে, যাকে ত্যাগ করি নিঃশ্বাসে।

বুঝি সব আসবে ফিরে, লাগবে শুধু সময়ের প্রলেপ,
তবু যা গেছে ফিরবে না একই আকার,
তবে কেনো মোছেনা অতীতের ব্যথা,
বারে বারে পড়ে মনে বিরহের কথা।