*যখন সময় খারাপ*
জীবন আমার এখন সরল,
দুধের মতো সাদা,
তবু কেনো এত সংঘর্ষ আমার,
কষ্টে জীবন কাটা।
সবার ভালো চাই যে আমি,
কে চায় আমার ভালো,
এই জগতে কেউ কারো নয়,
মিথ্যে আশার আলো।
ছিলো যখন ভালো সময়,
সবাই ছিলো পাশে,
বিপদে পাইনি আমি,
খুঁজতে গিয়েও কাকে।
কুকাজেতে বন্ধু অনেক
বাড়িয়ে ছিলো হাত,
অপরাধী হলাম একাই আমি,
কেউ দিলোনা সাথ।
টাকা পয়সা ছিলো যখন,
সবাই দিতো ঋণ,
নিঃস্ব হয়ে ঘুরছি এখন,
চলছে খারাপ দিন।
সামর্থ আমার ছিলো যতদিন,
ভালো সবার কাছে ,
আজকে নাকি বেকার ছেলে,
আসিনা কারো কাজে।
স্বার্থপরের এই পৃথিবী,
চেনাই বড় দায়,
আজ হয়তো সময় ভালো,
কাল বদলে যায়।