*জোকার*

আজ আমি এই নাটক ঘরে,
করছি আমি নাটক,
আর কত হাসবো আমি,
রেখে বুকে পাথর।।

কেউ বোঝেনা আমার ব্যথা,
কষ্টে জীবন যাপন,
হাসতে হবে হাসাতে হবে,
আমার এটাই কর্ম জীবন।।

মায়ের ব্যরাম, বউএর কাপড়,
ছেলের লেখাপড়া,
কোনো কিছুই হয় না যে ঠিক,
আমার এমন কপাল পোড়া।।

উপোষ থেকে হাসাই আমি,
অঙ্গী ভঙ্গি করে,
কাঁদলে পরেও সবাই হাসে,
ভাবছে নাটক করে।।

দুই পয়সার জন্য নেই,
নিজের কোনো মান,
হাসির ভেতর লুকিয়ে কাঁদি,
তবেই পাই দাম।।

ভাবছো আমি একাই জোকার,
জোকার তোমরাও সবাই,
কে বলতো করো না নাটক,
রঙ্গ মঞ্চ পুরো জীবনটাই।