*জীবনে অভিনয়*
জীবন হলো অভিনয়, আমরা সবাই বিনে পয়সার বড় অভিনেতা।
অভিনয়ের কারণ হলো সবার কাছে ভালো মানুষ হয়ে থাকা।
ছোটবেলা থেকে শিখেছি মিথ্যা কথা বলা নাকি পাপ।
কিন্তু সেই মিথ্যা যদি কাউকে অনিষ্ট না করে,
করে উপকার তাতে নাকি নেই ভগবানের কোনো অভিশাপ।
সত্যি করে ভেবেদেখো রোজ বলি কত মিথ্যা,
করি নাম, করি প্রশংসা না করে কোনো সমীক্ষা।
কেউ যদি লাগছে না ভালো, করে অতিশৃঙ্গার,
তাও বলতে হয় "লাগছে ভালো তোমায় ,লাগছে অতি সুন্দর।"
খাওয়ারের স্বাদ যদি না লাগে জিভে,
খারাপটা শোনে খালি মা, অপরকে বলি কি সুন্দর রাঁধে।
আয়োজন যদি না লাগে নজরে,করেছে খরচ তাই বাধ্য হয় বলতে, আজের দিনে কে বা এমন পারে।
বিয়ের বাজার, পুজোর জামাকাপড় বা অন্য উপহার, দেখায় যখন কেউ, বলতেই হয়, পছন্দর তুলনা নেই তোমার ।
লেখা যদি নাই বা হলো পছন্দ,বলতেই হয় বাহ বাহ কি সুন্দর ছন্দ।
এমনিভাবে রোজ আমরা নিত্য অভিনয়ের অভিনীতা,চালিয়ে যাই সবাইকে খুশি করার প্রচেষ্টা।
লাগে খারাপ দিতে কাউকে আঘাত, তাইতো আমরা মানুষ, বলি আমরা সামাজিক, চাইনা কোনো সংঘাত।