*জামাই ষষ্ঠী*
আসবে জামাই তাই বাড়িতে,
হই হই রব,
সকাল থেকেই ব্যস্ত সবাই,
জামাই ষষ্ঠী উৎসব।।
নানান রকম ব্যঞ্জনেতে,
গন্ধ চারিদিকে,
জামাই খাবে তাই শাশুড়ি,
সারাদিন রান্না ঘরে।।
শশুর বাবার পকেট ঢিলা,
দশ বার যায় বাজার,
হয়েছে বয়স, পড়েছে গরম,
হবে ,শরীর খারাপ এবার।।
শালীরা সব আছে বসে,
আসবে জামাই যখন,
ফরমাইসের ফর্দ খানা,
তুলবে ধরে তখন।।
বউএর আবার অন্য ডিমান্ড,
যাবে না ট্রেনে চেপে,
করতে হবে গাড়ি ভাড়া,
নয়তো মেকআপ চটকে যাবে।।
শশুর বাড়ী যাবে জামাই,
পাচ্ছে এবার ভয়,
খরচ খানা হবে ভালোই,
কেউ ছাড়ার পাত্র নয়।।
জামাই এলো শশুর বাড়ী,
সঙ্গে ফল মিষ্টি,
সেবাযত্ন ভালই পেলো,
প্রথম জামাই ষষ্ঠী।।
বিকেল বেলায় শপিং মলে,
খরচ শালীর পেছন,
ক্রেডিট কার্ডের বিল বাড়লো,
উপায় নাই এখন।।
যাহোক করে জামাই ষষ্ঠী
কাটলো মজায় মজায়,
জামাই এবার ছুটি নিয়েছে,
ভুগছে পেটের ব্যথায়।।