*হারুর বউএর দুঃখ*
হারুর বউ বলছে শোনো,
হারুকে দিয়ে খোটা,
নিকম্মার ঢেঁকি হারু,
হারুর সব ভাওতা মারা কথা।
ওগো শুনছো, তুমি কেমন লোক?
মুখেই শুধু বলো,
ভালোবাসো নাকি আমায়,
তবু খরচা কোথায় করো।।
দেশ বিদেশে আমায় নাকি,
ঘুরবে তুমি নিয়ে,
এখন তোমার চিন্তা মাথায়,
খরচ করবে কোথা দিয়ে।।
বাইক খানাও আবার তুমি,
অন্য থেকে চাও,
মুরোদ নাই তবু কেনো,
বউ ঘোরাতে চাও।।
রোজ বাইরে খাওয়াবে আমায়,
হোটেল বদল করে,
এখন রান্না ঘরই জায়গা আমার,
রোজই হাত পোড়ে।।
বিউটি পার্লার যাবো বললেই,
তোমার মাথায় রক্ত চড়ে,
টাকার নাকি ধ্বংস হবে,
ফালতু খরচ করে।।
বাপের বাড়ি পুজোয় এবার,
দেবো জামাকাপড়,
এতেও তোমার আনাকানি,
চাও শুধু জামাই আদর।।
লাগবে ঘরে টিভি ফ্রিজ,
এসি ওয়াসিং মেশিন,
বাহানা তোমার মুখে লাগা,
কন্জুসী রাত দিন।।
শখ ই যদি না হয় পুরো,
ভালোবাসা কি খাবো ধুয়ে,
কি কারণে করবো আমি,
বুড়োর সাথে বিয়ে।।
পোড়া কপাল ছিলো আমার,
ভাগ্যে তুমিই ছিলে লেখা,
সাত জন্ম পাপ করেছি,
তাই তোমার সাথে,
সাত পাকে তে বাঁধা।।
হারুর বউএর মাথা গরম,
হয় শুনতে রোজ কথা,
বুড়ো বয়সের যুবতী বউ,
তাই পেতেই হবে ব্যথা।।