*হারুর বউএর অন্যরূপ*

হারুর হলো শরীর খারাপ,
গেলো শয্যাসায়ী,
খবর শুনে বউ এলো তার,
মুখে বিষাদময়ী।।

দায় দায়িত্ব হারুর এবার,
বউএর মাথার ওপর,
কি করে সে ঠিক হবে,
তার চিন্তা ভাবনা এখন।।

বউ বানিয়ে নিলো খাওয়ার ফর্দ,
মুখস্থ ওষুধের সময়,
নড়া চড়া বন্দ হারুর,
এখন বন্দী বিছানায়।।

বাজারঘাটের দায় দায়িত্ব,
সব বুঝে নিলো বউ,
ঘরে বাইরের খুঁটিনাটিতে,
আর দরকার নেই কেউ।।

সেবা যত্নে হারুর কাছে,
বউ থাকে সারাক্ষন,
নাওয়া খাওয়া বউএর কাছে,
নাই কোনো দাম এখন।।

একলা চলা হারুর বারণ,
বউ ছায়ার মতন থাকে,
বায়না হারুর বউ শোনেনা,
এমন ক্ষতি হয় যাতে।।

ধীরে ধীরে হারু এবার,
সুস্থ হওয়ার দিকে,
বৌএর সেবায় চিনলো হারু,
বউ কে অন্যরূপে।।