*হারানো খেলা*

ছোট্ট বেলার খেলা গুলি ,
           কোথায় গেল হারিয়ে,
মাঠ বাগান থাকছে খালি,
          সব ঘরের কোনে লুকিয়ে ।।

লুকোচুরি খেলছে না কেউ,
           খেলছে না কেউ ডাংগুলি,
কাদা মাঠে খেলছে না কেউ,
          ভাঙছে না ওই ঠ্যাং গুলি ।।

শব্দ যে আর যায়না শোনা,
           কানামাছি ভো ভো,
সাত গুটিও হারিয়ে গেছে,
          শোনেইনি কেউ খো খো ।।

সাপ লুডুর সময় যে শেষ,
            নিচ্ছে লাটিম আরাম,
আম চুরিতে পড়ছে না ঢিল,
        খেলছে না কেউ ক্যারাম ।।

টায়ার নিয়ে দৌড় লাগানো,
                 তাল দিয়ে হয় চাকা,
হাফ প্যাডেলে সাইকেল শেখা,
                  যায়না এখন ভাবা ।।

গল্প এখন যায় না শোনা,
               "এক যে ছিল রাজা",
টিভি র এখন জাদুও শেষ,
          সব মোবাইলের পোকা ।।