*গ্রাম*

দুই পাশে সবুজ গাছ,
মদ্ধে কাঁচা পথ।
মাথার ওপর নীল গগনে,
উড়ছে সাদা বক।।

দূরে দেখা যায় ছোট্ট নদী,
একমনে যায় বয়ে।
তীরে একটি ছোট্ট শিশু,
ঝিনুক কোড়ায় বসে।।

পুকুর পাড়ে খেজুর গাছে,
ঝুলছে রসের হাড়ি,
হাওয়া দিলেই গান ধরছে,
দুলছে বাঁশের ঝাড়ি।।

মাঠের মাঝের বট গাছটি
সবার গুরুজন,
তার ছায়াতেই হয়ে ওঠে,
সবাই আপনজন।।

সব বাড়িতেই দেওয়াল আঁকা,
গোবর লেপা উঠোন।
শাক সবজিতে বাগান ভরা,
নির্ভেজাল সবার জীবন।।

গ্রামের মাটি গ্রামের জল,
গ্রামই অহংকার,
গ্রামে জীবন কাটিয়ে দেখো,
খুবই চমৎকার।