*ইংলিশ মিডিয়াম*
সবে ছেলের কথা আদো আদো,
বয়স হয়েছে তিন,
হয়েছে সময় ওর এবার,
স্কুল যাওয়ার দিন।।
আগে থেকেই ছিলো ঠিক,
ইংলিশ মিডিয়ামে দেবো,
বাংলাতে নাই ক্যারিয়ার,
ভাবছি কোন স্কুলে যাবো।
খুঁজতে হবে নামী স্কুল,
সমাজে করি বাস,
যে সে স্কুলে দিলে পরে,
কাটবে আমাদের নাক।
প্রস্তুতিটা ছিলো ভালোই,
ছেলে ঘরে সব বলে,
পরীক্ষার দিন কি হলো ওর,
গেলো সব ভুলে।
ট্রেনিং ছিল কোচিং ছিল,
ছিলো ঘরে ইংলিশ কথা,
স্কুলে গিয়ে বদমাশিতে,
বললো বাংলা কথা।
ঘরে ফিরে মনখারাপে,
পড়লো কিল ছেলের পিঠে,
বাঙলাতেই দিলাম বকা,
ইংলিশটা গেলাম ভুলে।।
চিন্তাতে খাওয়া গেলো,
ছেলের ভবিষ্যৎ হবে নষ্ট ,
বাংলা মিডিয়ামে কি আর আছে,
চাকরি পেতে হবে কষ্ট।।
যা হোক করে পয়সা দিয়ে,
এডমিশন টা হলো,
এবার ইংলিশে পড়বে ছেলে,
আমার স্বপ্ন পূরণ হলো।।