*একটু ধার চাই সময়*

কেউ কি একটু সময় দেবে,
বলবো কথা দুটো,
চাইনা কারোর টাকা পয়সা,
চাইনা ভাত দু মুঠো।
কেউ কি একটু খেলবে সাথে,
মন ভোলাবো আমি,
চাপে থাকতে আর কতদিন,
পারবো জানি না আমি।
কেউ কি একটু ঘুরবে সাথে,
সঙ্গী আমার হবে,
বিরক্তিকর পথ চলাটা,
ঘুচবে এবার তবে।
কেউ কি আমায় বুদ্ধি দেবে,
করবো তুলোনা,
সিদ্ধান্ত একার নিয়ে,
আমি বিভ্রান্ত হবো না।
কেউ কি আমায় বাসবে ভালো,
রইবে আমার মনে,
একাকীত্ব আর কতদিন,
থাকবো জীবনে।
কেউ কি একটু বলবে আমায়,
এমন বন্ধু কোথায় পাবো?
নিঃস্বার্থ ওনার সময়
একটু ধার নেবো।