*একতরফা ভালোবাসা*
কে বলেছে বাসতে ভালো,
ভাববে তুমি শুধু আমায়,
দিব্বী দিয়ে বলছি ,
আমি বাসবো ভালো শুধু তোমায় ।।
তোমার কোলে মাথা দিয়ে,
চাই যে আমি যাই ঘুমিয়ে,
ইচ্ছে তোমার, মাথায় আমার ,
দাও যদি হাত বুলিয়ে ।।
করবোনা জোর তোমার সাথে,
হাতের ওপর হাতটা রেখে,
ইচ্ছে তোমার হাত সরিও,
পছন্দ না হতেই পারে ।।
স্বপ্ন আমার তোমায় নিয়ে,
গোলাপ বাগে একটু বসি,
বাহানাটা নাই বা দিলে,
বসবে না যে তোমার খুশী ।।
সাধ আমার অনেক দিনের,
বলবো আমার প্রেমের কথা,
শোনার যদি না হয় তোমার,
বলবো না মোর মনের ব্যাথা ।।
প্রেম আমার একতরফা,
নেইকো মনে একটু কালো,
দিইনি তোমায় দিব্বি কারোর ,
বাসতে হবে আমায় ভালো ।।