*এক যে ছিল ছেলে*

এক যে ছিল গ্রাম্য ছেলে,গরিব ছিলো অতি,
শরীরে ছিল ছেড়া জামা, পায়ে ছেড়া চটি।
কাজের খোঁজে পাড়ি দিলো গ্রাম থেকে শহর,
শহুরে কায়দা কানুন হয় আলাদা, রাখতো না সে খবর।
পকেটমারী হলো যে তার ট্রেনের ভীড়েতে,
করবে কি ভাবছে এবার এই শহরতলিতে।
সহৃদয় ব্যক্তি এক দিলেন কাজের খোঁজ,
লোক ঠকালেই পাবে টাকা,তাই করতে হবে রোজ।
এই কাজেতে কামিয়ে নিলো,বেশ সে কিছু টাকা,
স্বভাব মন পাল্টে এলো তার সাদা মনে কাদা।
দাদাগিরিতে সম্মান আছে, স্মাগলিঙ্গে টাকা বেশি,
এবার সে হলো স্মাগলার ,থাকতো খুব খুশি।
খুনের জেরে গ্রেপ্তার হলো, পুলিশ পুরলো তাকে জেলে,
পুড়লো কপাল, কি হবে তার ,ফাঁসির সাজা পেলে।
ছিল ভালো গ্রামের ঘরেই, শান্তিতে ঘুম ছিল,
টাকার লোভে শহর তাকে, অমানুষ বানিয়ে দিলো।।
গ্রাম্য ছেলের গল্প যে ভাই, এখানেই শেষ নয়,
অনেক ভাইয়ের স্বপ্ন চোখে, যারা এখনো শহরপানে চায়।