*এই ছেলে মানুষ হলো না*

কি বলবো এই ছেলেটা আর মানুষ হলোনা,
ছোটো থেকেই কেমন যেনো হাবাগোবা, পড়াশুনাও হলোনা।
যেটুকু আছে জমি হাল চালায় ওতে,
বাবার কথায় ওঠে বসে তাই বোকা ভাবে লোকে।।
ছেলেটা মানুষ হলোনা।।

বাকি ছেলেরা মস্ত মানুষ, চাকরি বড় তাদের,
বিদেশ পাড়ি দিয়েছে তারা, একদম সময় নাই ওদের।
খবর ওরা ফোনেই রাখে ,টাকাও পাঠায় মাসে,
কাজের এতই চাপ যে তাদের ,বছরে বাড়ি একবারই আসে।।

কেনো জানিনা ওদের মতো হলোনা এই ছেলে,
অসুস্থ বাবার মাথার কাছে থাকে সব কাজ ফেলে।
বাকি ভাইরা কতো টাকা পাঠায়,পাড়ায় কত ওদের নাম,
এই বোকা টা বোকাই রইলো,
পারলোনা ছাড়তে মা বাবার টান।।
ছেলেটা মানুষ হলোনা।।

সত্যি ছেলেটা করলো সব কিন্তু পারলো না দিতে টাকা,
নাম হলো না , থেকে গেলো বাবার পাশে একা।
সারা জীবন ভাবলো না সে ভালো কিসে তার,
বাবার তাই আফসোস থেকেই গেলো, এই ছেলে মানুষ হলো না আর।।