*ক্লান্ত পথচারী*

চলতে চলতে পথে আমি বড় ক্লান্ত,
চাই কিছু বিশ্রাম, চাই একান্ত,
চাই আমি নিদ্রা,পাই কিছু শান্তি,
চলেছি এতটা পথ, মনে বড় অশান্তি।।
কম কথা নয় এই জীবনের চলা,
পথে আছে নানান মানুষের মেলা,
উঁচুনিচু সড়কে আঘাতের আনাগোনা,
ভালো খারাপের মাঝে জীবন্ত খেলা।।
প্রেম আছে, আছে বিচ্ছেদ,
ভেদ মানে কেউ আবার বিভেদ,
মিলনের মাঝে আছে কত বিরহ,
সুখ আছে সাথী করে সাথে দুঃখ।।
চলতে চলতে পথে হলো কত বন্ধু,
হলোনা মতের মিলন হয়ে গেল শত্রু,
পরিজন সাথে ছিলো সুদিনের দিনে,
আড়ালেতে ঢেকে গেলো দেখে দুর্দিনে।।
এতটা পথ চলেছি, এখন ক্লান্ত পথচারী,
এই জীবন আমার লাগছে বড় ভারী,
তবু চলতে হবে হয়ে দিশাহীনে,
বলবে সময় লাগবে কোথায়,
নৌকো আমার তীরে।।