*ছোটবেলার রবিবার*


রবিবারে ছোটবেলার কথা
পড়ছে মনে খুব,
সকাল থেকে হল্লা চিল্লা
থাকতাম না চুপ।।

সকাল বেলার জলখাবারে
থাকতো না যে রুটি,
লুচির সাথে বাটি ঘন্ট,
বাঁধতো স্বাদের জুটি।।

তারপরে যে চা পেতাম,
সপ্তাহে একটি বার।
মনে হতো হচ্ছি বড়ো,
পরে পাবো বার বার।।

দুপুর বেলায় পড়তো পাতে,
কচি পাঁঠার কষা,
থাকতো আলু সেই কষা তে,
লাগতো বড়ই খাসা।।

খাওয়ার পর মিষ্টি পান
আনতো বাবা কিনে,
মুখে দিয়েই যেতাম খাটে,
পড়তাম ভেতো ঘুমে।।

বিকাল বেলায় খেলার পরে,
হতো চপ আর মুড়ি।
পড়াশোনা তে থাকতো ছুটি,
হতো শুধু ঘোরাঘুরি।।

বাসী মাংস খেতাম রাতে,
ফুলকো রুটি দিয়ে।
রবিবারটি হতো যে শেষ
এই সব মেনু নিয়ে।।

আজের দিনেও সবই আছে,
নেই যে খালি আশা।
কারণ যে ভাই সব দিনেতেই,
খাচ্ছি খাবার খাসা।।

আজ ছুটিও আছে খাবার আছে ,
আছে ভাগের রকমারি,
তাও যেন ভাই মায়ের হাতের,
স্বাদ ই আহামরি।।