*চিরযুবক*

আমরা যুবক, মধ্যবয়সী, গরম রক্ত শরীরে,
কে বলে আমরা হচ্ছি বুড়ো, বয়স যাচ্ছে বেড়ে।
চুল আমাদের হয়েছে সাদা পেকেছে রোদে ঘুরে,
চোখের কোনে কোচা ধরেছে চশমা খানি পড়ে।
কে বলে আমরা হচ্ছি বুড়ো, বয়স যাচ্ছে বেড়ে।
মুখে বয়সের ছাপ, নিক্যাপ হাঁটুতে,
কারনটা কি কেউ জানে?
কসরৎ করি তাই হচ্ছি রোগা,
ফলে চামড়া পড়েছে ঝুলে।
কে বলে আমরা হচ্ছি বুড়ো, বয়স যাচ্ছে বেড়ে।।
কানে মেশিন দেখলে সবাই ,কান কালা বুড়ো ভাবে,
ব্লুটুথে তে শুনছি গান আর,নাচছি মনে মনে।
গল্প আড্ডা একই আছে,আছে সেই গরম জোশ।
চলে চা সিগারেট মোড়ের দোকানে, তবু শরীর পুরোই চোস্ত।
তাইতো মোরা চিরযুবক , যাবেনা যৌবন ছেড়ে,
কে বলে আমরা হচ্ছি বুড়ো, যাচ্ছে বয়স বেড়ে।