*চাওয়া*
সব হারিয়ে বেসেছি ভালো,
কী আর দেবো তোমায়,
প্রানের মায়াও ত্যাগ করেছি,
এবার আপন করো আমায় ।।
ভাবার যে আর কুল পাইনা,
সব ভাবনা তুমি,
ইচ্ছে হলো তোমার কাছের
মানুষ হবো আমি ।।
মনে প্রানে চেয়েছি তোমায়,
চাইনা কিছু আরও,
থাকতে দিও মনের কোনায়,
একটু যদি পারো ।।
তোমার নামের পাশে আমার,
নাম লেখাতে চাই,
স্বপ্ন আমার অনেক দিনের,
এই অধিকার পাই ।।
রক্ত আমার মান রাখবে,
বুঝবো আমি তখন
সিঁদুর হয়ে ঐ ললাটে,
শোভা দেবে যখন ।।
চলবো আমি তোমার সাথে,
থাকবো সারাক্ষণ,
দুটি মিলে একটি ছায়াই ,
দিও হতে তখন।।
সব মিলিয়ে তোমার কাছে
আমার এইটুকু টি চাওয়া,
আর কিছুনা শুধু তোমায়,
কাছে আমার পাওয়া ।।