*চাইনা এখনই হতে ইতিহাস*
আমি চাইনা ইতিহাস হতে
এখনো অনেক কাজ বাকি,
আমি চাইনা ইতিহাস হতে,
এখনো অনেক কথা বাকি।।
হয়নি এখনো পুরো দুনিয়া দেখা,
অনেক চেনা বাকি,
চাইনা আমি ইতিহাস হতে,
এখনো অনেক ভালোবাসা বাকি।।
অনেক যুদ্ধে জয়ী হতে উৎসুক,
দেখা বাকি মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মুখ,
জবাব দেওয়া বাকি তাদের যারা করেছে আমার পরিহাস,
তাইতো চাইনা হতে এখনি আমি ইতিহাস।।
এখনো অনেক জানা বাকি,
সবার সাথে মতের মিলন বাকি,
অনেক রং দেখা বাকি,
অনেক শব্দ শোনা বাকি।।
ওড়া বাকি আকাশেতে, ভাসা বাকি নীলাভ জলেতে,
যাওয়া বাকি অজানা ঠিকানাতে,
তাইতো চাইনা আমি ইতিহাস হতে।।
চাইনা কোনো অনুভতি থেকে বঞ্চিত হতে,
পারবোনা থাকতে দূরে সংসার প্রেম থেকে,
খালি আছে কাগজ, আছে কালি ভরা দোয়াতে,
অনেক লেখা বাকি জমে আছে হৃদয়েতে,
তাইতো চাইনা আমি এখনই ইতিহাস হতে।।