*চা*

চা আমাদের জীবন,
চা আমাদের সব,
সুখের মুখ দেখতে হলে ,
চা আসল পথ।।

সকাল সকাল বাসী মুখে,
চা যদি না পায়,
কি করে কেউ করবে শুরু,
যাতে দিনটা ভালো যায়।।

গরম কালে গরম চা,
বর্ষা তে চায়ের সাথে ভাজা,
শীত কালেতে চা ছাড়া আর,
যায়না জীবন ভাবা।।

চা হলো ওষুধ আবার,
ধরলে মাথা সবার,
কোলেস্ট্রোল কমাতে নাকি,
এসেছে গ্রীন টি এবার।।

একাকিত্বের সঙ্গ চা,
আবার বাড়ায় বন্ধুত্ব,
আড্ডাতেও কম খরচে,
দেখায় চায়ের গুরুত্ব।।

বলবে কথা মেয়ের বিয়ের,
বা করবে অন্য আমন্ত্রণ,
বাহানা সেই একই আছে,
হয় চায়ের নিমন্ত্রণ।।

আছে যাদের চায়ের নেশা,
এক কাপে না খুশি,
অপেক্ষাতে  থাকে বসে,
ঘরে লোক আসুক বেশী।।

চা দিয়ে হয় স্বাগত,
চা দিয়ে হয় শেষ,
চায়ের কাপে পড়লে চুমুক,
মন চনমনে হয় বেশ।।

চায়ের গুনের অন্ত নাই,
চা বন্ধু সবার,
জন্ম সেই উঁচু পাহাড়ে,
খেয়াল রাখছে নিচে সবার।।