*বুড়ো বয়সের ভয়*
আমি এবার হচ্ছি বুড়ো,
পাক ধরেছে চুলে,
শরীরে আর জোর নেই তেমন,
চামড়াটাও গেছে ঝুলে।।
কথা তেমন থাকেনা মনে,
নাম গুলিয়ে যায়,
বয়সটা তো কম হলো না,
তবু যৌবন ফিরে পেতে চায়।।
এখন থেকেই ভয় আমার,
কে থাকবে আমার পাশে,
কে যাবে ছেড়ে আমায় একা,
দেখবো কাকে কাছে।।
কাঁপলে আমার হাত পা দুটো,
ধরবে আমায় কে?
চোখ দুটোর জোর কম লে,
রাস্তা দেখাবে কে?
বন্ধুরা সব এক এক করে,
যাবে দূরে সরে,
থাকবো আমি ঘরের কোণে,
থাকবো একা পড়ে।।
রোগ ব্যাধি সব সাথী হবে,
বিছানাই হবে ঘর,
বুঝবো তখন কে হবে আপন,
কে হবে আমার পর।।
শখ আহ্লাদ থাকবে না আর,
চলবেনা কোনো ছল,
জীবন তখন হবে আমার,
পদ্ম পাতায় জল।।
হচ্ছে বয়স তাইতো আমি,
করেছি এখন ঠিক,
নাম কীর্তন থাকবো নিয়ে,
বাঁচবো যত দিন।।
সবাই বলে বুড়ো বয়স,
অভিশপ্ত হয়,
বাড়ছে বয়স তাইতো আমি,
করছি এত ভয়।।