*বৌভাত*

পুরোনো দিনের বৌভাতের কথা আজ খুব পড়ছে মনে,
নতুন বউ থাকতো বসে সেজে গুঁজে,ফুলের গন্ধ কোনে কোনে।
বউএর দুপাশে বসতো ননদ বা বোন,
বাকিরা সব থাকতো ব্যস্ত করতে অতিথি আপ্যায়ন।
প্রতি ব্যাচে প্রতি টেবিলে আসতো বাড়ির কর্তা,
করজোড়ে পেটভোজনের করতেন প্রার্থনা।
আজকের দিনে কনের পাশে জায়গা তিনজনের,
শশুর শাশুড়ি স্বামী দাঁড়ায় ,ফটো আয়োজনের।
অতিথিরা সব খাবেন নিজে, বলার কেউ নাই,
বুফে সিস্টেমে কেউ এসে জলও দেবে,সে টারও নিয়ম নাই।
বসিয়ে খাওয়ানোর নিয়ম শেষ,
বুফের দিন আজ,
অতিথি আদর লোক গেছে ভুলে,  সব ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ।
আগের দিনে বিয়ে হতো খুব সাদা মাটা ভাবে,
সমাদরটা হতো তখন মনের আবেশে।
আজের দিনে বিয়ে মানে খাওয়ার সমাবেশ,
সাজসজ্জায় সুশোভিত ফটো তোলার রেশ।
করছিনা ভাই নিন্দা আমি কোনো বৌভাতের,
আমার বেলায় হয়তো এটাই হবে, এটাই সময়ের ফের।