*বসন্ত এসে গেছে*

ভ্রমরের গুঞ্জনে ,কোকিলের কুহুতানে ,
মুছে গেল জীর্ণতা বসন্তের আগমনে ।।

সমারোহ শুরু সবে, কচি পাতা ডালে ডালে,
সাথ দেয় পুষ্প ,ভরে এলো মুকুলেতে ।।

পাতা ঝড়া বৃক্ষ ,ছিল তার লক্ষ্য,
বসন্তে ফিরে পেলো ,সবুজের সখ্য ।।

ফাগুনের হাওয়া বয় দক্ষিণা দুয়ারে,
প্রকৃতি রাঙিয়ে গেল পলাশের ছোঁয়াতে ।।

ঢেউ খেলে ধান খেতে, নীলাভ আকাশেতে,
ঘাস ওঠে মুখ তুলে বুক ফাটা মাটিতে ।।

উৎসবে মাতে সব মেলা লাগে গ্রামেতে,
ঘরে ঘরে রন্ধন স্বাদ জাগে পিঠেতে ।।

খোলা চুলে রমণী শাড়ি থাকে পরনে,
মেতে ওঠে ভক্তিতে বিদ্যার পুজোনে ।।

রঙে রঙে চারিদিক দোল খেলে উঠোনে,
ফাগুনের বন্দনা শোনা যায় চারী কোণে।।

এসো সব হাত ধরি শত্রুতা ফেলি মুছে,
গান ধরি একসাথে, বসন্ত এসে গেছে ।।