*বর্তমান*

জীবনে আমাদের কাছে আজকের দিনের নেই কোনো মহত্ব।
কাল কি হয়েছে তাই নিয়ে মন খারাপ, কাল কি হবে তাই নিয়ে দুশ্চিন্তা কিন্তু সেই মুহূর্তের খুশির আমরা দিই না কোনো গুরুত্ব।
তাহলে কি বর্তমান হচ্ছে খালি অসত্য।।
আজ মনে পড়ে  দুঃখের পুরোনো দিনের কথা কখনো বা আজ চিন্তা লাগে ভবিষ্যতের,
কিন্তু কেনো ,করবো কেন দুঃখ আজ অতীতের আর চিন্তা আগামীকালের।
করবো কেন অসম্মান এই বর্তমানের।
ব্যথা যদি আজ পেয়েছি কাঁদতে তো হবেই,
তাও কেনো আমরা ভাবতে পারিনা ব্যথা এক না একদিন তো সারবেই।
খারাপ দিন যদি চলছে চিন্তার কিছু নাই, নিশ্চিত হয়ে বলতে পারি সুদিন জলদি আসবেই।
ব্যর্থতাই শিক্ষা দেয় সফলতার, দুঃখের পরে আসে আনন্দ,মন্দের পরে ভালো।
তাহলে কেন দুর্দিনে করি আমরা চিন্তা, করি দুঃখ ,করি বর্তমানের আনন্দকে অবক্ষয়।
এসো ইতিবাচক মন নিয়ে বর্তমান কে সামনে রেখে অতীত কে করি জয় ,ভবিষ্যৎ কে রাখবো মাথায় না করে কোনো ভয়।