বন্ধু

আজ আবার একটা নম্বর যোগ হলো ফোনে,
নতুন বন্ধুত্বের জায়গা পেলো মনের এক কোনে।

না, মা, বাবা, দাদা ছাড়া ,পড়েনা মনে কে ছিলো আমার প্রথম সখা,
কারণ পাঠশালার সেই প্রথম দিনের প্রথম ক্লাসে হয়েছিলো অনেকের সাথে দেখা।

বন্ধুত্বের কেউই মনে হয় প্রথম ছিলো না একজন,
প্রথম ছিল একাধিক, কিন্তু প্রিয় সর্বজন।।

ধীরে ধীরে হলাম বড়, বন্ধুত্বের বাড়লো দায়রা, বাড়লো সংখ্যা,
বন্ধুত্বই হলো জীবন সকাল থেকে সন্ধ্যা।।

পাড়ার বন্ধু, স্কুলের বন্ধু, টিউশনের বন্ধু, হলো আবার নতুন করে আত্মীয় বন্ধু,
এরাই ছিল সব আমার ,এরাই ছিলো মধু।।

স্কুল থেকে কলেজ হলো,  হলো নতুন মুখের দেখা,
ধীরে ধীরে এরাও হলো সর্ব প্রিয় সখা।
কলেজ থেকে পা এগোলাম ,দিলাম কর্মজীবন পাড়ি,
এ আবার নতুন রকম বন্ধু পেলাম আমি।।

আজ এখানে কাল সেখানে নতুন বন্ধু পাতাই।
সময় এমন জাদু দেখায় কিছু বন্ধু হারাই।।
কিছু বন্ধু এখনো আছে মনের কোণে গাঁথা,
বাকি সবাই আছে আমার মোবাইলে বাধা।।