*বিয়ের শপথ*
ভয় কী, আমি আছি পাশে, থাকবো সাথে তোমার,
সাত পাকে হয়েছি বাঁধা, জীবনভর রাখবো সাথে আমার।।
ভাবনা তোমার এখন আমার,তুমি চিন্তা ছেড়ে দাও,
দিয়েছি সিঁদুর সিঁথিতে তোমার,বলো আর কি তুমি চাও।।
হাত দুইটি তোমার হাতে দিয়েছি আমি বেঁধে,
চলবো সাথে তাইতো শাখা পড়িয়েছি তোমার হাতে।।
ভাত কাপড়ের দায়িত্ব তোমার নিয়েছি শপথ পড়ে,
অগ্নি সাক্ষী করে তোমায় তুলেছি আমার ঘরে।।
চোখে হারাবো তোমায় আমি দেখবো সারাক্ষন,
শুভ দৃষ্টির সময় কথা দিয়েছিলো আমার মন।।
জীবনসঙ্গী মেনে ছিলাম যখন হলো মালাবদল,
সুখ দুঃখে থাকবো সাথে, তুমিই হবে আমার বল।।
সম্প্রদান তোমার পিতা করেছিলেন তোমাকে আমায়,
ভরসা রেখো আমার উপর, রাখবো করে রানী তোমায়।।
এখন আমি শুধুই তোমার, শক্তি দিও আমায়,
ভয় পেওনা নতুন জীবন রাখবো সুখে তোমায়।।