*ভুলবো বলেই*
আমি ভুলবো বলেই,
মনকে আমার শক্ত করেছি,
ভুলবো তোমায় এবার আমি,
শপথ নিয়েছি।।
আমি ভুলবো বলেই,
নম্বর তোমার ডিলিট করেছি ফোনে,
আমি ভুলবো বলেই ,
মেসেজ যে আর দেখিনা বারে বারে।।
আমি ভুলবো বলেই ,
ফটো গ্যালারি করেছি আমি ডিলিট,
আমি ভুলবো বলেই,
সরিয়েছি সব তোমার দেওয়া গিফ্ট।।
আমি ভুলবো বলেই,
বারে বারে দেখিনা হোয়াটস এপ,
ভুলবো বলেই দিই না আমার,
নিজের কোনো স্ট্যাটাস।।
ভুলবো বলেই মিস কলে আর,
দিই না কোনো নজর,
আমি ভুলবো বলেই,
কুইট করেছি ফেসবুকেতে তোমার।।
আমি ভুলবো বলেই ,
রিং টোন টা দিয়েছি বদল করে,
স্মৃতি তোমার দেবো মুছে,
সবার বাজবে একই সুরে।।
আমি ভুলবো বলেই ,
করিনা খরচ, চার্জ করিনা নেটে,
আমি ভুলবো বলেই,
স্মার্ট ফোনটাও দিচ্ছি আমি বেচে।।
তোমার আমার গল্প শেষ,
এখন চাওনা তুমি আমায়,
তাইতো আমি ভুলবো বলেই,
ঠিক করেছি তোমায়।।