*ভয়*

লাগে ভয়, খুব আমার লাগে ভয়,

যদি পরীক্ষাতে না করি পাস,
        যদি প্রশ্ন আসে কঠিন,
সে ভয় তেই কাটাই রাত,
       অঙ্ক কষি জটিল ।।
পাস করবো জানি আমি,
        রেঙ্ক যে কী পাবো,
ক্লাসে প্রথম না হলে কী,
        মুখ দেখাতে পারবো ?
সত্যি আমার লাগে ভয়,
         পড়াশুনার পরে,
চাকরি টা কি পাবো ভালো?
         ইন্টারভিউ হলে ।।
চাকরি পেলে মা বাবা ,
          দেবেন বিয়ের চাপ ,
অল্প টাকায় খাওয়াবো কি ?
          মুখে ভয়ের ছাপ ।।
চাকরি হবে বিয়েও হবে,
         এবার সন্তান পালা,
করবো বড় ,খুব পড়াবো,
        মানুষ না হলেই জ্বালা ।।
ছেলে আমার হবে বড়,
        হবে মেয়ের বয়স বিয়ের,
এই সময় তে লাগবে টাকা,
       বুঝছো ভয় টা আমার কিসের ??
এক সময়ে নেবো অবসর,
              মাস মাইনে বন্দ,
জমা টাকাই হবে সম্বল,
        না থাকলেই অন্ধ।।
ছেলে আমায় দেখবে কিনা,
        এটাই লাগে ভয়,
জামাই মেয়ের থাকতে বাড়ী,
         লজ্জা সবার হয়।।
শরীর টা ঠিক থাকবে তো?
         বয়স হবে যখন,
মরলে পরে চার কাঁধ টা,
        পাবো কী আমি তখন ??
ভয় আমার এখন থেকেই,
        ক্লাস সেভেনে পড়ি,
ভেবোনা আমি ইচড়ে পাকা,
        এই ভাবনা চিন্তা করি।
এই ভয় সবার ভয়,
        কেউ বলে ,কেউ থাকে চুপ,
জানি না কেউ আমরা সবাই,
         ভবিষ্যতের কি যে রূপ ।।