*ভিখারি*
ভিখারি ভিক্ষা করে,
আমরা কম কিসের
রোজ চাই কিছু না কিছু,
পায়ে পড়ি ভগবানের।।
ছেলের বিয়ে চাই পণ,
বেহায়া সব আত্মীয় গণ,
পড়াশুনা ভিখারি সব,
ভিক্ষা করা ওদের স্বভাব।।
ভিখারি ভিক্ষা করে,
যাতে দিন কাটানো যায়,
আমরা চাই দয়া ভিক্ষা,
একটু ভালো থাকার দায়।।
মদমাতাল নেশা খোর,
মৃত্যুর মুখে যায়,
পায়ে পড়ে চিকিৎসকের,
জীবন ভিক্ষা চায়।।
ভিখারি ভিক্ষা করে,
যদি অন্ন দুটো পায়,
পুজোর সময় প্রসাদ খেতে,
সবাই হাত বাড়িয়েই চায়।।
করবোনা লেখাপড়া,
ধরবো না বই,
ভিক্ষা তে চাই নম্বর ,
দেবে স্কুল মাস্টারমশাই।।
ভিখারি ভিক্ষা করে,
লোকের বাড়ি বাড়ি যায়,
নেতা গণ সব ভোটের সময়,
করজোড়ে ভোট চায়।।
পুজো আছে চাঁদা চাই,
পুলিশের টাকা চাই,
সরকারে ঘুষ চাই,
ভিক্ষার কত রূপ পাই।।
ভিখারি আর ধনবানে,
নেই যে কোনো তফাৎ,
জানবে তুমি সেই ভিখারি,
যে পাতবে নিজের হাত।।