*ভালোবাসা শেষ*
আজ পারছি বুঝতে আর তুমি ভালোবাসোনা আমায়,
এড়িয়ে চলছো তুমি যত করছি মনে তোমায়।
বারান্দাতে দেখিনা তোমায় যখন বাড়ির সামনে দিয়ে যাই,
আগ্রহ আর দেখাওনা তুমি, চাওনা দুই চোখ আমরা মেলাই।
তোমার আগের মতো মন করেনা পার্কে গিয়ে বসি,
দুজন মিলে গড়ের মাঠে একটু হেটে আসি।
বায়না তোমার আর শুনিনা, কিছু চাওনা আমার কাছে,
এখন কিছু দিলে নাকি, লজ্জা তোমার লাগে।
ফোনে আর দাওনা সময়, ব্যস্ত আছি বলো,
অনলাইনে দেখি তোমায়, তবু উপেক্ষা আমায় করো।
পরামর্শ আর লাগেনা,পড়াশুনাতেও তোমার,
যখন তখন আর ডাকো না, দরকারেতেও এবার।
তোমার চোখে আর দেখিনা ভালোবাসা আমার জন্য,
হয়তো পেতেছো তুমি নতুন করে পেয়েছো বন্ধু অন্য।
না বললেও বুঝছি আমি ,আমায় চাওনা আগের মতন,
গুরুত্ব যে কমছে আমার, চাইছো দূরে যেতে এখন।