*ভাগ্য*
ভাগ্য ভাগ্য ভাগ্য,
মনে হয় কথাটি বড়ই নির্লজ্জ।
আসল থেকে পালাই সবাই,
না করেই কোনো বিচার্য।।
লিঙ্গ বিচার জন্ম থেকেই,
ছেলে হলে সৌভাগ্য,
জীববিজ্ঞান কে শিকেয় তোলে
সমাজের সব বিজ্ঞ।।
ভালো স্কুলে চান্স পেলোনা,
রেজাল্ট খারাপ হয়।
সম্পর্কহীন বই খাতাতে,
আর দোষ বরাতের হয়।।
চাকরি নাকি নেই কপালে,
বিয়েও হলোনা।
সবই নিজের কর্মফলে ,
দোষ ভাগ্যের না।।
বউ আমার একগুঁয়ে তাই,
জীবন যে জঞ্জাল।
ভাগ্যের আর দোষ কি ভাই
নিজেই মদ মাতাল।।
সবার শেষে জেনে রেখো,
সবাই একটি কথা।
কর্ম ফলেই কপাল লিখন
ভাগ্যের দোহাই বৃথা।।
সৌভাগ্য দুর্ভাগ্য নিজস্ব বাহানা,
নিজ কর্ম নিজেই লেখে নিজের ঠিকানা।।