*বার্ধক্য প্রেম*
চলো না একটু গিয়ে কোনায় বসি,
দুজোনায় একটু নিজের মনের কথা বলি।
জানিনা আর কয়দিন বাঁচবো জীবনে,
চলো না আবার প্রেম করে নিই গোপনে।।
গায়ের চামড়া গেছে ঝুলে,
হাত পা ও কেমন যেন কাঁপে,
তাও উঠেছে মনে আজকে প্রেমের জোয়ার,
ইচ্ছে আমার করবো প্রেম তোমার সাথে আবার।।
পড়ছে মনে যৌবনের সেই প্রেমের দিনের কথা,
স্কুল শেষে হতো আমাদের পুকুর পাড়ে লুকিয়ে দেখা,
দুই টাকার চিনে বাদাম চলতো ঘন্টা খানেক,
কথা বলেই পেট ভরাতাম ওতেই আনন্দ ছিলো অনেক।।
মনে পড়ে আমরা দুজন যেতাম যখন থিয়েটারে,
একই সাইকেলে বসতে তুমি ওড়না তে মুখ লুকিয়ে,
ভয় তখন আমিও পেতাম,
বলিনি তোমায় তখন লজ্জা পেতাম।।
বিয়ের পরে হয়নি তোমার আমায় সময় দেওয়া,
পরিবার যৌথ ছিল, তাই হয়নি তোমায় একলা পাওয়া।
তাইতো বলি এখন সুযোগ, চলো না একলা চলি,
দুজন মিলে পুকুর পাড়ে আবার গল্প করি।।
লজ্জা কিসের এখনো আমি তোমার সেই প্রেমিক,
আর কতদিন থাকবো হয়ে এই পরিবারে শ্রমিক।
তোমার আমার ভালোবাসার কেউ দেবে না দাম,
একলা তোমায় আর পাবোনা, যতই করি অভিমান।।
আজ আমার দিনটা ভালো একলা পেয়েছি তোমায়,
কোলে তোমার একটু মাথা রাখতে দিও আমায়।
কাকুতি আমার একটুখানি চলো না একলা বসি,
হয়েছে সময় বলার বয়স এবার আমি আসি।।