*বাপের বাড়ী*
জন্ম থেকে এই ভিটেটাই ছিল তার বাড়ী,
এখানেই যত হাসি ঠাট্টা রাগ অভিমান ।
কোনায় কোনায় লুকিয়ে রয়েছে তার স্বর।
হ্যা, এই ঠিকানাতেই ছিল আমার মেয়ের ঘর।।
আজ ঘরে কত কোলাহল,
সাজানো হয়েছে বাড়ি যেন রাজমহল,
ফুলের সুগন্ধে চারিদিক গেছে ছেয়ে ,
আজ আমার সেই ছোট্ট খুকির বিয়ে।
মনটা আজ হয়েছে বড় চঞ্চল,
যে উঠোনে করতো খেলা সেখানে আজ দধিমঙ্গল।
উন্মুক্ত ছাদে ছিল তার মুক্ত বিচরণ,
বিয়ের আসর সেথায় একাধিক লোকের সমাগম।
করুন সুরে বাজছে সানাই, ফাটছে বুক, তাও মুখে হাসি চাই,
সাজাগোজা রং করা দেওয়ালে চোখ রেখো,
কাঁদছে তারাও যদি মন থেকে দেখো।
দরজা গুলোও হয়ে গেছে আড়ষ্ট,
কে বুঝবে তাদের কষ্ট,
বলছে যেন করো আমাকে বন্দ,
দেবোনা, দেবোনা যেতে বোনকে, মাথা পেতে নেবো দণ্ড।
সংসারের মায়া দেখো,যে বাড়ি একদিন ছিলো তার নিজের,
চলে গেল একা, কাঁদিয়ে তাদের,
নতুন ঠিকানা দিলো সে জানিয়ে,
রইলাম আমি শুধু বাপের বাড়ী হয়ে।