*বাবা হারা ছেলে*

স্কুল থেকে ফিরে মাকে সুধায় ছোট্ট খোকা,
জানতে চায় কোথায় থাকে কে বা তার বাবা।
হঠাৎ করে বাবার কথা জাগলো কেন মনে,
বলবে কি মা ভাবছে তাই,অশ্রু চোখের কোনে।
ছেলে বলে স্কুলে মা সবার আসে বাবা,
আমার কেনো খালি তুমিই আসো, রাগ করেছে বাবা?
বলোনা মা দেখিনা কেনো, বাবা আছেন কোথায়?
চলো না যাই বাবার কাছে তিনি আছেন যেথায়।
সবাই বলে সবার বাবা কতই আদর করে,
কিছুনা কিছু খেলনা আনে অফিস থেকে যখন ফেরে।
মোদের ঘরে দুজন মানুষ ,খালি তুমি আর আমি,
বাবা কেনো আসেনা ঘরে,খেলনা কি খুব দামি।
চলোনা মা খুঁজে আসি, যদি বাবাকে পাই,
ভালো আমার লাগেনা মা, কেনো আমার বাবা নাই।
বলবে কি ভাবছে মা, ছোট্ট যে তার খোকা,
মন যে তারও লাগেনা ভালো থাকতে একা একা।
চোখের জলে মুচকি হেসে, খোকার মাথায় বোলায় হাত,
স্বামীর স্মৃতি চোখে ভাসে,যখন ছিল সাথ।
বাবা হারা ছেলে তার,অনেক কষ্ট বুকে,
বাবার আদরে বঞ্চিত সে, বাবাকে পেলোনা নিজের চোখে।