*আসছে ভোট*

এইতো সময় বানাও জোট,
আসছে এবার আবার ভোট।।
নেতাগণ সব হও করজোড়,
নাট্যস্থল পাড়ার মোড় ।।
প্রতিযোগিতায় দেওয়াল লিখন,
লেখকরা সব লিখবে ভাষণ ।।
গুহা থেকে বাঘ বেরোবে,
একটি বার ই দেখতে পাবে ।।
প্রতিশ্রুতির বৃষ্টি হবে,
ভোটের পরেই ভেস্তে যাবে ।।
কে কার নিজের যাবে বোঝা,
টিকিট পেলেই সবাই রাজা।।
শত্রুরা সব বন্ধু হবে,
একই মালায় গাঁথা যাবে।
চোর পুলিশের সঙ্গ হবে,
দণ্ড নয় ধান্দা হবে।।
কেনা হবে মানুষ এবার,
গরিব ঘরে হবে খাবার।।
ধর্ম নামে হবে খেলা,
ব্রিগেটে তে হবে মেলা।।
নিজের ভালো নিজেই বলি,
অপর কে সব জেলে ভরি।।
সব মিলিয়ে ফন্দি চুরির,
দেশবাসীকে বানিয়ে ফকির।।
তাই জনগণ বানাও জোট,
মওকা পাবে আসছে ভোট ।।