*আমি কবি নই*
জানিনা আমি সাহিত্য আর লিখতে কবিতা,
তবু আমি কলম ধরি ,খুলে ধরি মনের ছবিটা।
জানিনা আমি ভাষার সৌন্দর্য আর মিলাতে ছন্দ,
তবু আমি লেখাতেই যেন পাই মনের আনন্দ।
বিষয় আমি পাইনা খুঁজে,হয়নি কিছু শেখা,
সত্যটাকে সামনে রেখে শুরু করি লেখা।।
ভাবতে আমি পারিনা যেমন ভাবেন সব কবি,
যা দেখেছি, যা জেনেছি সামনে সেটাই তুলে ধরি।
জানিনা আমি লেখার কারন,কখন সময় লেখার,
যখন তখন লিখতে বসি,লিখতে ভালো লাগে আমার।
জানিনা আমি আমার লেখা ভালো হয় কি মন্দ,
লিখি আমি নিজের জন্য,নিজের পছন্দ।।
আবৃতি আমার নেই যে জানা,হয়নি শেখাটা,
কিন্তু,পড়তে জোরে ভালোই লাগে নিজের কবিতা।
শব্দে আমার নেই যে দখল,চলতি ভাষায় লিখি,
সবাই যাতে বুঝতে পারে তেমন কথাই লিখি।
কবি হওয়ার নেই কোনো শখ, নাই নামের লালসা,
কবিতা লেখার কারণ শুধু মনের ভাব প্রকাশ করা।।