*আমি বড় হবো*
আমি বড় হবো একদিন অনেক বড় হবো,
আমি জানিনা বড় হতে গেলে কি করে আর বড় হলে কি করে,
কিন্তু বড়দের আশীর্বাদ আছে মাথায়, আমি বড় হবো।।
ভাবছি আমি সৈন্য হবো, দেশ রক্ষায় প্রাণ দেবো,
দেশমাতার করবো পুজো তবেই হয়তো বড় হবো।।
ইচ্ছা আমার ডাক্তার হয়ে করবো রুগীর সেবা, গ্রাম গঞ্জে বিনে পয়সায় করবো শুশ্রূষা।
সেবা ভাবেই হয়তো আমার বড় হওয়া হবে,
ডাক্তার হলেই হয়তো আমার নামডাক হবে।।
উকিল হবো ঠিক করছি, লড়বো অনেক কেস,
মিথ্যাবাদীর সাজা করাবো ,বড় হবো বেশ।।
জ্ঞান বিতরণ করবো আমি স্কুল মাস্টার হয়ে,
প্রনাম সবাই করবে আমায় মাথা নত হয়ে।
বিজ্ঞানী হবো আমি ,চাঁদে দেবো পাড়ি,
বিদেশেও নাম হবে তবেই নামী হবো আমি।।
বিভ্রান্ত আছি আমি, কী করে হবে নাম,
ভুলে গেলাম মা বাবার ভালোবাসার দাম।
বড় হওয়ার একটাই পথ, মা বাবার সম্মান,
থাকবো তাদের চরণতলে, রাখবো তাদের মান।