*আমি বোকা*
আমার নাকি বোধ নাই বুদ্ধি নাই,
সবাই বলে আমি নাকি বোকা।
সব সময় আমি মা বাবার কথায় চলি,
সবাই যা বলে আমি তাই বিশ্বাস করি।
তাই আমি বোকা বোধ নাই বুদ্ধি নাই।।
পড়াশুনাতেও মন ছিলোনা আমার,
পরীক্ষাতেও করতে পারিনি নকল,
স্কুলেও ছিলামনা কোনো সাথে পাঁচে, থাকতাম একা একাই,
তাই সবাই বলে আমি বোকা, বোধ নাই বুদ্ধি নাই।।
কাউকে অসহায় দেখলে আমি দৌড়ে যাই,
কিছু না ভেবে সাহায্যের হাত বাড়াই,
হয়তো বা কখনো অন্যের দোষে নিজেই কথা শুনে নিই,
কেউ বললে বিনে পয়সায় মজদূরীও করে দিই,
আমি বোকা বলেই সবাই ভাবে কাজ করিয়ে নিই।।
আমার নাকি বিয়ে হবেনা,কে বানাবে স্বামী,
কিন্তু সব বিয়ে বাড়িতে কাজের সময়, সেই একমাত্র আমি।
হাসপাতালে যাওয়ার আছে তখন সবাই খোঁজে আমায়,
ঘুরতে যাবে বাড়ি খালি, শুতে হবে আমায়।
সব কিছু করেও যখন বোকা বলে লোকে,
আমার কিছুই লাগে না গায়ে, শুধু মা কষ্ট পায় বুকে।
করলে ভালো সবার জন্য নিজে আনন্দ পাই,
থাকি না বোকা, হয়েছে কী তাতে, বোধ বুদ্ধি নাই।।