*আমি আশাবাদী*

আমি হতাশ হতে শিখিনি কখনো,
শিখিনি পড়তে ভেঙে,
আমি আবার থেকে করেছি শুরু,
নতুন উদ্দীপনার সঙ্গে।।

যতবার কেউ করেছে কপট,
আমি মানুষ চিনেছি,
মুখোশধারীর মুখের থেকে,
আমি মুখোশ খুলেছি।।

হয়তো বা কখনো আমি নেমে গেছি,
ব্যর্থতার সিঁড়ি বেয়ে,
পাইনি ভয় চড়েছি আবার,
সফলতাকে সঙ্গে নিয়ে।।

বলতে শিখিনি কখনো খারাপ
চলছে আমার দিন,
মনের দুঃখ মনেই রেখেছি,
হইনি তামাশাবিন।।

হয়তো আমার আঁধার এখন,
কিন্তু মনে আলোর আশা দেখি,
কষ্টের পর আসবেই যে সুখ,
এই বিশ্বাস সারাক্ষণই রাখি।।

বন্ধু আসবে বন্ধু যাবে,
নতুন বন্ধু হবে,
একলা কখনো হবোনা জানি,
প্রকৃতি সঙ্গ দেবে।।

নিরাশার কোনো জায়গা নাই,
মনের ভেতর আমার,
আশাবাদী হয়ে বাঁচতে চাই,
করবো প্রচেষ্টা আবার।।