*আমার মদের নেশা নাই*
আমি কিন্তু সুবোধ বালক,
মদের নেশা নেই,
কেউ জোর করলেই ইচ্ছা জাগে,
তখন একটু আধটু খাই।।
সত্যি কথা বলতে কি ভাই,
বুদ্ধি খোলে তখন,
এক পেগটা গ্লাসের থেকে,
গলায় ঢালি যখন।।
এমনিতে আমার নাই যে নেশা,
বেশি খাটনি হলেই খাই,
দুই পেগে তেই চোখ যে জুড়ায়,
কোথায় এমন ঘুম পাই।।
সুখ দুঃখ হবে যখন,
একটু আধটু খাই,
বোতল নিয়ে বসি তখন
কোনো কারণ যদি পাই।।
বন্ধুরা সব এমনি ভালোই,
না কেউ নেশা খোর
কোনো দুই বন্ধু সাথে হলেই
বসে মদের আসর।।
এমনিতে ছেলে ভালোই আমি,
নেশা কোনোই নাই,
মদ ও আমি খাই তখনই,
যদি বিনা পয়সায় পাই।।