*আমার জীবন সঙ্গী*
নিজের আমার ছায়া বলি,
জীবনভরের সঙ্গ,
কেউ নয় সে বউ যে আমার,
মোর অভিন্ন অঙ্গ।।
বিয়ের পরের বন্ধু আমার,
একই পথের পথিক,
রাগ একটু বেশি হলেও,
ভালোবাসার প্রতীক।।
সংসারের রাশ ধরেছে টেনে,
রেখেছে পরিপাটি।
ছেলের খেয়াল রাখছে একাই,
নজরে খুঁটিনাটি।।
শরীর খারাপ হলে আমার,
ওর মাথার ব্যরাম হয়।
সেবায় আমায় পাগল করে,
যাতে আরাম আমার হয়।।
সন্দেহবাতিক একটু হলেও,
ত্রুটিহীন সে কর্তব্যে।
তাইতো ওর দোষ থাকলেও,
রাখিনা যে ধর্তব্যে।।
বাইরে থেকে শক্ত হলেও,
মনটা নরম আছে।
সৌভাগ্য আমার যে ভাই,
এমন বউ আমার কাছে।।