*আমার বাবা*
বাবা আমাদের সবার নায়ক,
সবার অহংকার,
সন্তান সব বাবার কাছে,
এক এক অলংকার।।
ছোটো বেলায় কম পেয়েছি,
বাবার কাছে সময়,
জানো,বাবা ব্যস্ত তখন,
কী করে অন্ন জোটায়।।
বাবা ছিলেন রাগী মানুষ,
ভয় যে খুব পেতাম,
কিন্তু আবার বায়না হলে,
বাবার কাছেই যেতাম।।
বকলে বাবা অভিমানটা
একটু বেশি হতো,
আগলে রাখতেন বাবা মোদের,
যেমন মোমের ভেতর সুতো।।
সংসারের ভার নিজেই উনি,
নিজের কাঁধে ওঠান,
রোদে পুড়ে ,জলে ভিজে
আমাদের কষ্ট মেটান।।
কেউ রাখিনা বাবার খবর,
বাবার মনের ব্যথা,
সবাই ভাবি কঠোর উনি,
বলেন কম কথা।।
সবাই ভাবি বাবার মনে,
ভালোবাসা কম,
ইচ্ছা পূরণ কিন্তু বাবাই করেন,
কেউ ভাবিনা তখন।।
বাবা তুমি আমার জন্মদাতা,
তুলনা নেই তোমার,
আমার মাথার ওপর সদাই যেনো,
হাত টি থাকে তোমার।।
চেষ্টা করেও পারবোনা করতে,
ঋণ শোধ তোমার,
তুমি সুস্থ থেকো ভালো থেকো,
থেকো মাথার ওপর সবার।।