*After retirement*
সারাজীবন দৌড়েছি টাকার পিছনে,
করেছি যৌবন নষ্ট,
এখন আমার আরামের সময়,
নিয়েছি অবসর ,করবো না আর কষ্ট।
করিনি কোনো শখ আহলাদ ,
সময় যখন ছিলো,
ভবিষ্যতের চিন্তা মাথায় ,
তখন আমার ছিলো।
এক একটা পয়সা তখন জমবে কি করে?
এটাই ছিলো ভাবনা আমার , সর্বক্ষণ ধরে।
ঘুরবো এখন, যা চাই খাবো ,
চিন্তা কিসের আমার,
সব দায়িত্বই হয়েছে পালন,
সময় এখন আমার।
নিজের দিকে তাকাইনি আমি,
যখন যৌবন ছিলো,
কর্তব্যে রাখিনি ত্রুটি,
কিন্তু এখন তো বয়স হলো।
এখন আমি নিজের দিকে
রাখতে চাই খেয়াল,
মন মর্জি চলতে চাই,
থাকবে না কোনো দেওয়াল।
ফাইফরমাস খাটবো না আর,
কোনো কারণ ছাড়াই,
আপন মনে চলবো আমি,
বাকি জীবনটাই।
টাকা পয়সা যে টাই আছে,
লাগবে নিজের কাজে,
হিসাব করে চলবো না আর,
যাওয়ার বয়স কাছে।
এখন আমি চিন্তামুক্ত,
হাত পা ঝাড়া আমার,
দৌড়াবোনা আর পিছনে টাকার,
শান্তি পাবো এবার।।